মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

ফরিদপুরের ভাঙ্গায় গণটিকা কার্যক্রমে উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে কোভিড-১৯ এর (ভ্যাকসিন) গণটিকা দেওয়া হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণটিকা কার্যক্রমে সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় ছিল।

আলগী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকা কার্যক্রমে সহায়তায় ছিলেন, আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়া, আলগী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনায়েত হোসেন, স্বাস্থ্য সহকারী নার্গীস আক্তার, পরিবার কল্যাণ সহকারী রোকসানা আক্তার, স্বেচ্ছাসেবী রুনা আক্তার, সি.এইস.সি.পি সুফিয়া বেগম, শামিমা আক্তার প্রমুখ।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসিন উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস প্রমুখ।

এ বিষয়ে আলগী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনায়েত হোসেন বলেন, আমি আমার এলাকায় সরকারী নির্দেশে মাইকিং করায়েছি। আমি ও আমার কর্মীদের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছি এবং চালিয়ে যাচ্ছি। আগের তুলনায় এখন মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। তাই কোভিড- ১৯ (ভ্যাকসিন) টিকা নিতে এতোটাই আগ্রহী হয়ে উঠেছে যে, কার আগে কে টিকা নিবে এ নিয়ে ধাক্কাধাক্কি পর্যন্তও করছে তারা। ধাক্কাধাক্কিতে টিকে দিতে আমরা হিমসিম খাচ্ছি। মাঝে মধ্যে এমনও হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এনে লাইন ঠিক করাতে হচ্ছে। আজ এ কেন্দ্রে মোট ৮৩০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।

আলগী ইউনিয়ন চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া বলেন, কোভিড-১৯ (ভ্যাকসিন)-এর গণটিকা কার্যক্রম এর ব্যবস্থা গ্রহণ করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ