মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দূর্ঘটনায় স্বাস্থ্য পরিদর্শক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা উপজেলা হাসপাতালে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক (এইচ,আই) শরীফ জাকির হোসেন (৫৮) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল থেকে অটোরিকসায় বাড়ি যাওয়ার পথে মানিকদহের জানপুর মোড়ে অটোরিকসা ও বাসের মুখোমুখী সংঘর্ষে তিনি নিহত হন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন উদ্দিন ফকির।

জানা যায়, নিহত শরীফ জাকির ভাঙ্গা উপজেলা হাসপতালে স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার মানিকদহ ইউনিয়নের তুলসীঘাটা গ্রামে।

সূত্র আরও জানায়, শরিফ জাকির হোসেনের স্ত্রী ফ্যামিলি প্ল্যানিংয়ের ভিজিটর পদে কর্মরত রয়েছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শরীফ জাকির হোসেনের মৃত্যুতে হাসপাতালের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহসিন উদ্দিন ফকির ও আলগী ইউনিয়ন ফ্যামেলি প্লানিং ইন্সপেক্টর (এফ.পি.আই) এনায়েত হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ