মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ১ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তিতেই হতে হবে : মাওলানা আবদুল হালিম  আমাদের লক্ষ্য দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা: পীর সাহেব চরমোনাই আমরা কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা করব : খোন্দকার মোশাররফ পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর ফের গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক

বিদ্যুৎস্পৃষ্টে আ.লীগ নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনুছ আলী (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ২টায় বড়ভিটা ইউনিয়নের মেলাবর ক্যামেরার বাজার সংলগ্ন মৌলভীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউনুছ ওই গ্রামের মৃত্যু মন্সুর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের চাচাতো ভাই আবুল হোসেন জানান, পাশের বাড়ির মৃত ওয়াহেদ আলীর স্ত্রী ও মেয়েরা অবৈধভাবে মোটরে বিদ্যুৎ সংযোগ দেয়। লেবু বাগানের মাঝ দিয়ে গোপনে তার টেনে বোরা ধান ও ভুট্টা ক্ষেতে সেচ কার্যক্রম চালায়। এ সময় ইউনুছ আলী তার লেবু বাগানে শ্যালোমেশিন দিয়ে সেচ দিতে গেলে ঝুলন্ত তার গলায় প্যাঁচ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন।

বিষয়টি বুঝতে পেরে ওয়াহেদ আলীর স্ত্রী-কন্যারা সংযোগ বিচ্ছন্ন করে সেচ মোটর ও বিদ্যুতের তার গুটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবুল হোসেনের ছেলে রাজু মিয়া লেবু বাগানে গেলে ইউনুছ আলীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত হয়।

এ ব্যাপারে বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজের লেবু বাগানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎম্পৃষ্টে তার মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ থানার ওসি এসএম শরীফ জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ