সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক জুলাই আন্দোলনে কোনো ষড়যন্ত্র ছিল না: আলী আহসান জুনায়েদ ডেঙ্গুতে একদিনে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ শেখ হাসিনার মামলায় ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ এনসিপিকে নিবন্ধনে ইসির ইতিবাচক সাড়া : নাসীরুদ্দীন পাটওয়ারী উমাইয়া স্থাপত্যের নিদর্শন বহন করছে যে দুই ঐতিহাসিক মসজিদ জামায়াত জাতীয় বেঈমান, চরমোনাই ভণ্ড : এ্যানি

রূপপুরে কর্মরত ইউক্রেনের নাগরিকরা উদ্বিগ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইউক্রেনের ২১০ নাগরিক কাজ করছেন। সেখানে তাদের পরিবারের লোকজন কেমন আছে, কীভাবে তাদের অনিশ্চিত জীবন কাটছে; তা নিয়ে তারা উদ্বিগ্ন।

পত্রিকার পাতা, টেলিভিশন খুললেই ভেসে উঠছে ইউক্রেনের বিভিন্ন স্থাপনার ধ্বংসযজ্ঞের চিত্র। ক্ষণে ক্ষণে জ্বলছে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। এমন অবস্থায় প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে সরে যেতে ছোটাছুটি করছেন মানুষ।

রুশবাহিনীর হামলায় এরই মধ্যে বহু নিরীহ মানুষের প্রাণ গেছে। এতে অনেকেই তাদের প্রিয়জনকে হারিয়েছেন। হাজার মাইল দূরে বাংলাদেশের ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজে আসা দুই শতাধিক ইউক্রেন নাগরিকও তাদের স্বজনদের নিয়ে উদ্বিগ্ন। মন কাঁদছে তাদের। কারণ ভালো নেই তাদের স্বজনরা। তবে এত দূর থেকে কী-ই বা করার আছে তাদের। কিছু করার না থাকলেও স্রষ্টার কাছে অন্তত প্রার্থনা তো করতে পারছেন।

জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রায় ২৫ হাজার কর্মী কর্মরত রয়েছে। এর মধ্যে পাঁচ হাজার ৪০০ কর্মী রাশিয়াসহ কয়েকটি দেশের। এরমধ্যে ইউক্রেনেরও ২১০ জন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে মাত্র ১০-১২ জন কর্মকর্তা পরিবারসহ বসবাস করছেন প্রকল্পের গ্রিনসিটিতে।

প্রকল্প সূত্রে জানা যায়, ইউক্রেনের কর্মীরা রাশিয়ান পারমাণবিক করপোরেশন রোসাটম কর্তৃক নিয়োগপ্রাপ্ত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজে কোনো অসুবিধা হচ্ছে না রাশিয়া-ইউক্রেন নাগরিকদের। কোনো উত্তেজনাও নেই তাদের মধ্যে। কিন্তু যাদের পরিবার-পরিজন ইউক্রেনে রয়েছে তাদের জন্য দুশ্চিন্তায় রয়েছেন ইউক্রেনের নাগরিকরা।

রূপপুর প্রকল্পে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্প-সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, এ যুদ্ধে প্রকল্পের কাজে সাময়িক প্রভাব পড়তে পারে, তবে তা দীর্ঘায়িত হবে না। এতে প্রকল্পটির কাজের গতিও বাধাগ্রস্ত হবে না। তবে প্রকল্পের অর্থায়নে সামান্য কিছু বিলম্ব হতে পারে।

প্রসঙ্গত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রি-অ্যাক্টরের দুটি ইউনিট স্থাপন করা হচ্ছে। দেশের প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণ করা হচ্ছে। সরকারের লক্ষ্য অনুযায়ী, ২০২৩ সালে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। আর দ্বিতীয় ইউনিট চালুর কথা রয়েছে ২০২৪ সালে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ