সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ভোলার বোরহানউদ্দিনে সিরাত মাহফিল অনুষ্ঠিত  সংস্কার ও বিচার নিশ্চিত হলে আগামীকালই নির্বাচন দেন : পীর সাহেব চরমোনাই ‘চরমোনাই পীরকে নিয়ে বিরূপ মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এ্যানীকে’ উত্তরখানে ইত্তেহাদুল উলামার কাউন্সিল, নতুন নেতৃত্বের অভিষেক জুলাই আন্দোলনে কোনো ষড়যন্ত্র ছিল না: আলী আহসান জুনায়েদ ডেঙ্গুতে একদিনে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮ শেখ হাসিনার মামলায় ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ এনসিপিকে নিবন্ধনে ইসির ইতিবাচক সাড়া : নাসীরুদ্দীন পাটওয়ারী উমাইয়া স্থাপত্যের নিদর্শন বহন করছে যে দুই ঐতিহাসিক মসজিদ জামায়াত জাতীয় বেঈমান, চরমোনাই ভণ্ড : এ্যানি

ফটিকছড়ির নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্বার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

নিখোঁজের তিন দিন পর ফটিকছড়ির স্বর্ণ ব্যবসায়ী উত্তম কুমার ধরের (৪৬) লাশ পাওয়া গেছে। শুক্রবার (১১ মার্চ) চট্টগ্রাম মেডিকেলের মর্গে লাশ পাওয়া যায়। নিহতের ভাই উজ্জ্বল কুমার ধর লাশ দেখে শনাক্ত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উত্তম ধর উপজেলার লেলাং ইউনিয়নের রায়পুর গ্রামের বণিক পাড়ার মৃত শ্রী ধাম ধরের পুত্র। জনতা জুয়েলার্স নামে নাজিরহাট বাজারে তার একটি স্বর্ণালংকার বিক্রয়ের দোকান রয়েছে।

জানা যায়, গত ৮ মার্চ দুপুর দেড়টার দিকে দোকান থেকে চট্টগ্রাম শহরে যাবার জন্য বের হয় সে। পরে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করে সন্ধান মেলেনি। উত্তম কুমার ধরের ভাই উজ্জল কুমার ধর গত ৯ মার্চ ফটিকছড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।

নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের বাজারের ব্যবসায়ী উত্তম কুমার ধর তিন দিন নিখোঁজ থাকার পর আজ (শুক্রবার) তার লাশ পাওয়া যায়।

ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ রবিউল ইসলাম জানান, নাজিরহাট বাজারের এক স্বর্ণ ব্যবসায়ি নিখোঁজ সংক্রান্ত বিষয়ে তার ভাই একটি নিখোঁজ ডায়েরী করেছিল। আজ (শুক্রবার) সীতাকুণ্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জেনেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ