সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল থেকে ভুয়া ডাক্তার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মো. রাকিব। তিনি ঝালাকাঠি পৌর এলাকার পেট্রলপাম্প সংলগ্ন রাজের বাড়ির বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

শনিবার বেলা সাড়ে ১২টায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তাকে আটক করেন হাসপাতালের স্টাফরা।

হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান জানান, সকালে অ্যাপ্রোন পরাবস্থায় হাসপাতালেই এই ভুয়া ডাক্তারকে আটক করে পরিচালকের রুমে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করে। আটক রাকিব জানান তিনি দশম শ্রেণিতে পড়েন। অ্যাপ্রোন পরাবস্থায় কীভাবে তিনি হাসপাতালে এসেছে তা জানেন না বলে দাবি করেন।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ