আওয়ার ইসলাম ডেস্ক: মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের স্থায়ী কার্যালয় যাত্রাবাড়ী দনিয়াতে শুরু হচ্ছে দিনব্যাপি ৪৮ তম মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স।
রমজানের প্রথম দিন থেকে ২৫ শে রমজান পর্যন্ত চলবে কোর্স।
মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক শায়েখ নেসার আহমাদ আন-নাসেরী কোর্সে ভর্তির আহ্বান জানিয়েছেন। কোর্স শেষে উর্ত্তীণদের সনদ দেওয়া হয়।
গত ৪৭ তম প্রশিক্ষণে মিশরের বিখ্যাত কারী আব্দুল বাসেতের ছেলে সহ বাংলাদেশের প্রশিক্ষকগণ মশক করাচ্ছেন।
প্রশিক্ষণ শেষে আরবী এবং বাংলা সনদ তুলে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের হাতে।
হাফেজ /গায়রে হাফেজ সবার জন্য এই কোর্স উম্মুক্ত। যারা এখনো আসতে পারেনি তারা দ্রুত চলে আসার আহ্বান জানানো হয়েছে।
প্রথম রমজান রবিবার ( ৩ এপ্রিল) সারা দিন ভর্তি চলবে।
সার্বিক বিষয়ে যোগাযোগ: 01857308691
01673324887
এনটি