বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে বন্দুক হামলা, আহত অন্তত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি সাবওয়েতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন। যার মধ্যে গুলিতে আহত হয়েছেন পাঁচজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

নিউইয়র্কের ফায়ার সার্ভিস বিভাগ জানায়, সানসেট পার্কের ৩৬ নম্বর স্ট্রিট স্টেশনে সকাল সাড়ে আটটার দিকে ধোঁয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে গুলিতে আহত ব্যক্তি ও অবিস্ফোরিত ডিভাইস পাওয়া যায়। তবে কী ধরনের ডিভাইস পাওয়া গেছে তা পরিষ্কার নয়।

পুলিশ জানায়, স্টেশনে এখন কোনো সক্রিয় বিস্ফোরক ডিভাইস নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, পুলিশ গ্যাস মাস্ক পরা ও নির্মাণশ্রমিকদের পোশাক পরা এক ব্যক্তিকে খুঁজছে।

ঘটনস্থলের বর্ণনা দিতে গিয়ে বিবিসির খবরে বলা হয়, স্টেশনের ফ্লোরে রক্তাক্ত যাত্রীরা পড়ে আছেন। সন্দেহভাজন হামলাকারী পলাতক।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, সন্দেহভাজন বন্দুকধারী প্ল্যাটফর্ম থেকে এলোপাতাড়ি গুলি ছুড়ে এবং ট্রেনে স্মোক বোমা নিক্ষেপ করে।

নিউইয়র্কের মেয়র এরিক এডামসের এক মুখপাত্র বলেন, শহরের বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যেন ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের সাহায্য ও তদন্ত করতে পারে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ