আওয়ার ইসলাম ডেস্ক: ‘বিশেষায়িত সেবার মাধ্যমে পথশিশুদের সমস্যা সমাধান করা সময়ের দাবী’ এমন বক্তব্যকে ধারণ করে আন্তর্জাতিক পথশিশু দিবস-২০২২ উদযাপনের লক্ষ্যে সাইকেল র্যালীর আয়োজন করেছে স্ট্রিট চিলড্রেন লিডো।
ঢাকার কেরানীগঞ্জ থানার ওয়াশপুরে অবস্থিত পথশিশুদের স্থায়ী নিবাস পিস হোম থেকে বসিলা ব্রীজ পার হয়ে মোহাম্মদপুর বসিলা এবং আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে এই র্যালী।
উদ্ধারকৃত পথবাসী শিশুদের স্থায়ী নিবাস পিস হোমের শিশু এবং সংশ্লিষ্ট কমিউনিটির অংশগ্রহণে এই সাইকেল র্যালীতে আরও অংশ নেয় ঢাকা সাইক্লিস্ট গ্রুপের সদস্যবৃন্দ। পথশিশুদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেসবের বিশেষায়িত সেবা প্রদানের প্রতি আহবান জানান লিডোর প্রধান নির্বাহী জনাব ফরহাদ হোসেন।
পাশাপাশি পথশিশুদের বিকল্প সেবা গ্রহণের সুযোগ প্রদানের লক্ষ্যে লোকাল ও আন্তর্জাতিক সংস্থা, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং শিশুদের নিয়ে যারা কাজ করেন তাঁদের সবার সম্মিলিত প্রচেষ্টার প্রতিই আহবান জানানো হয়।
পথশিশুদের নিয়ে যারা কাজ করে যাচ্ছেন এবারের সাইকেল র্যালী ক্যাম্পেইনে তাদেরকে বিশেষ স্বীকৃতিতে জানানো হয়েছে। পথে বসবাসরিত শিশুদের উন্নতমানের সেবা নিশ্চিতে এই বিশেষায়িত সেবায় বিনিয়োগ, শিশুদের সাথে যারা কাজ করেন তাঁদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ, পেশাগত সুবিধাদি বৃদ্ধি করে সম্মানজনক একটি অবস্থান প্রদানের লক্ষ্যে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতি আহবান জানানো হয়।
কমনওয়েলথ ফাউন্ডেশন ও কনসোর্টিয়াম ফর স্ট্রিট চিলড্রেনের সহায়তায় আয়োজিত এই সাইকেল র্যালীতে অংশগ্রহণকারী শিশু জান্নাত জানান যে, পথশিশুদের কল্যাণে বিশ্বব্যাপী এই দিবস উদযাপন হয় এবং আমরা এবার পথের শিশুদের জীবনকে নিরাপদ করার লক্ষ্যে সম,আজের মানুষদের সচেতন করতে এই আয়োজনে অংশ নিয়েছি।
লোকাল এডুকেশন এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-লিডো দীর্ঘ এক যুগ ধরে সরাসরি পথবাসী শিশুদের কল্যাণে উদ্ধার ও পুনর্বাসন প্রক্রিয়ায় কাজ করে আসছে।
সে লক্ষ্যে পথশিশুদের আনন্দমুখর ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের জন্য রাজধানীর রায়েরবাজার, সদরঘাট, কমলাপুর, দিয়াবাড়ি, কারওয়ান বাজারসহ বিভিন্ন স্থানে স্কুল আণ্ডার দ্য স্কাই ও মোবাইল স্কুল পরিচালনা করে আসছে। রেসকিউ মেথডে শিশুদের পথের মানবেতর জীবন যাপন থেকে উদ্ধার করে পরিবারে পুনঃএকত্রীকরন অথবা দীর্ঘমেয়াদী পুনর্বাসনের পূর্ববর্তী সময়ের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে ট্রাঞ্জিশনাল শেলটার সেতুবন্ধন পরিচালনা করে আসছে ঢাকার মুগদা ও কদমতলী এলাকায়।
একইসাথে পরিবারবিহীন শিশুদের দীর্ঘমেয়াদী পুনর্বাসনের লক্ষ্যে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করে আসছে লাভ হোম ও পিস হোম নামে দুটো স্থায়ী নিবাস।
উল্লেখ্য, এই প্রতিষ্ঠানের শিশুরা যেভাবে ২০১৯ সালে অনুষ্ঠিত পথশিশু ক্রিকেট বিশ্বকাপে লন্ডনের বুকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে তেমনি এবারও তারা ২০২২ এর পথশিশু বিশ্বকাপেও কাতারের মাটিতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
-এটি