সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

ইমরানকে উচ্ছেদে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল না: নিরাপত্তা কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) শুক্রবার বলেছে, ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উচ্ছেদে কোনো বিদেশি ষড়যন্ত্র ছিল না।

এনএসসি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘ওয়াশিংটনের পাকিস্তান দূতাবাস থেকে পাওয়া টেলিগ্রাম নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত তাঁর টেলিগ্রামের প্রেক্ষাপট এবং বিষয়বস্তু সম্পর্কে কমিটিকে অবহিত করেছেন। কমিটি এতে কোনো ষড়যন্ত্রের প্রমাণ পায়নি।

এনএসসির বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত আসাদ মজিদ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল নাদিম রাজা, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ আমজাদ খান নিয়াজি, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

বিবৃতি অনুযায়ী, এনএসসি রাষ্ট্রদূতের পাঠানো করা ‘বার্তার বিষয়বস্তু’ পরীক্ষা করেছে। তারা কোনো বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ পায়নি। বিবৃতিতে বলা হয়, বৈঠক এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, কোনো বিদেশি ষড়যন্ত্র হয়নি। ’

সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান তাঁর ক্ষমতাচ্যুতির পেছনে ‘বিদেশি ষড়যন্ত্র’ রয়েছে দাবি করেছেন। তিনি এক পর্যায়ে পরিস্কারভাবে যুক্তরাষ্ট্রের নামও বলেন।

সূত্র: ডন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ