আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৩১৬ পিস ইয়াবা, ২৫ কেজি ৮৮০ গ্রাম গাঁজা, ২৯৫ গ্রাম ৭৫ পুরিয়া হেরোইন, ১০৭ বোতল দেশি মদ, ১৩৭ বোতল ফেনসিডিল ও ৩৮০ ক্যান বিয়ায় উদ্ধারমূলে জব্দ করা হয়।
বুধবার (২৭ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে বলেও জানায় ডিএমপি।
-এএ