বুধবার, ০৭ মে ২০২৫ ।। ২৪ বৈশাখ ১৪৩২ ।। ৯ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সামরিক হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে: ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের নারী কমিশন ইসলামিক চিন্তাবিদদের সমন্বয়ে পুনর্গঠন করতে হবে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপে বসছে ইসলামী আন্দোলন আইসক্রিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ভালো? অধিকাংশ সংস্কার প্রস্তাবে ইসলামী আন্দোলনের ঐকমত্য, কয়েকটিতে দ্বিমত কোনো সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে: আইজিপি পল্টনে কুরআন শিক্ষা বোর্ডের কার্যকরী সদর দফতর উদ্বোধন পরিবারের ১০ সদস্য হারিয়ে বললেন- ‘আমিও যদি সুখী কাফেলায় শরিক হতাম!’

‘প্রতিবেশীর খোঁজ নেয়া ঈমানী দায়িত্ব’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদে প্রতিবেশী, আত্মীয়, অনাত্মীয় ও গরীব-দুঃখীদের খোঁজ খবর নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

আজ কামরাঙ্গীরচর রহমতিয়া মসজিদে জুমার বয়ানে তিনি বলেছেন, পবিত্র ধর্ম ইসলামে প্রতিবেশীর সঙ্গে যথাসাধ্য বিনয় আচরণ, তাদের সুখে-দুঃখে খোঁজ খবর নেয়ার কথা বলা হয়েছে ।

‘কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর ইবাদাত কর এবং কোনো কিছুকে তার সাথে শরিক করো না এবং পিতা-মাতা, আত্মীয় স্বজন, এতীম, অভাবগ্রস্থ, নিকট-প্রতিবেশী, দূর-প্রতিবেশী, সংগী-সাথী, মুসাফির ও তোমাদের দাস-দাসীদের সাথে ভালো ব্যবহার কর। নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। উপরোল্লিখিত আয়াতে গুরুত্বপূর্ণ বিধানগুলোর সাথে প্রতিবেশীর অধিকারের প্রতিও গুরুত্ত্বারোপ করা হয়েছে’।

তিনি আরো বলেন, ‘প্রতিবেশীর পরস্পরের সুসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে হাদিয়ার আদান-প্রদান খুবই কার্যকর পন্থা। হাদিয়ার মাধ্যমে হৃদ্যতা সৃষ্টি হয় ও ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়’।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন'তোমরা হাদিয়া আদান-প্রদান কর। এর মাধ্যমে তোমাদের মাঝে হৃদ্যতা সৃষ্টি হবে।’ ৷ (বুখারী হাদীস : ৫৯৪)

‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সামর্থ্যবানদের উচিত ঈদসামগ্রী উপহার দিয়ে প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের হক আদায় করতে সচেষ্ট হওয়া। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ