আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকাসজ সারা দেশে তীব্র দাবদাহ চলছে। তবে দেশের কয়েকটি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। ফলে দাবদাহের দাপটও কমতে শুরু করেছে।
এদিকে আবহাওয়াবিদেরা বলছেন, আগামী কয়েক দিন বৃষ্টি বাড়বে, দাবদাহের দাপট কমবে। ঈদের দিন রাজধানীসহ অনেক এলাকায় ঝুম বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার (২৯ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন স্থানে মেঘ ও বৃষ্টি বাড়তে পারে। এতে আগামী শনিবার (৩০ এপ্রিল) সামগ্রিকভাবে তাপমাত্রা কমতে শুরু করবে। দুই থেকে তিন দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ বেড়ে গরম দ্রুত কমে আসতে পারে।
বৃস্পতিবার (২৮ এপ্রিল) দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ১১ মিলিমিটার। এ ছাড়া বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে ৪ থেকে ৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদফতরের এপ্রিল থেকে জুন পর্যন্ত দেওয়া দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম।
অধিদফতরের মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে ১ থেকে ২টি তীব্র তাপ প্রবাহ এবং অন্যস্থানে ২ থেকে ৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে গড় তাপমাত্রা এপ্রিল মাসের চেয়ে কিছুটা কম থাকবে।
এছাড়াও মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২ থেকে ৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্র ঝড় এবং অন্যস্থানে ৩ থেকে ৪ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্র ঝড় হবার সম্ভাবনা রয়েছে।
-এএ