সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

শাহবাজ সরকারের বিরুদ্ধে মসজিদে নববী চত্বরে চোর-গাদ্দার শ্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ১৩ সদস্যের প্রতিনিধি দল নিয়ে সৌদি আরবে গেছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই সফরে গতকাল তিনি মদিনায় পৌঁছান।

প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রতিনিধি দল নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজার সীমানায় পৌঁছলে সেখানে উপস্থিত অনেকেই তার বিরুদ্ধে শ্লোগান দেওয়া শুরু করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কিছু লোক মরিয়ম আওরঙ্গজেব ও শাজিন বুগতিকে ঘিরে ধরে তাদের বিরুদ্ধে চোর ও গাদ্দার বলে বলে শ্লোগান দিচ্ছে এবং ভিডিও তৈরি করছে।

পিটিআই-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে এবং তাতে লেখা হয়েছে, 'আমদানি করা সরকারের প্রতিনিধিরা বিশ্বের যে কোনো প্রান্তে যেতে পারেন, 'চোর' ও 'দেশদ্রোহী' স্লোগান দিয়ে সর্বত্র তাদের স্বাগত জানানো হবে।

সৌদি সফরে মসজিদে নববীতে শাহবাজ শরীফকে ঘিরে এমন স্লোগানের তীব্র সমালোচনা করেছেন দেশটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শাহবাজ শরিফের সঙ্গে এই সফরে রয়েছেন এমকিউএমের খালিদ মকবুল সিদ্দিকী, ফেডারেল মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি, শাহ জাইন বুগতি, চৌধুরী সালিক হুসেন, খাজা আসিফ, মুফতাহ ইসমাইল, মরিয়ম আওরঙ্গজেব, খাজা আসিফ এবং এমএনএ মহসিন দাওয়ার। প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ব্যক্তিগত চার সহকারীও রয়েছেন।

সূত্র: জিও নিউজ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ