আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ক্যাপিটাল ফাস্টফুডের কর্মচারী মো. কাওসার ও বাবু হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর হাজারীবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, এদের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অভিযুক্ত মো. কওসার ঢাকার নবাবগঞ্জের বন্দুরার মো. নজরুল ইসলাম খোকনের ছেলে এবং মো. বাবু হোসেন শরিয়তপুরের ডামুড্ডা থানার চরমারগাওয়ের মো. আব্দুল সালামের ছেলে।
১৮ এপ্রিল ঢাকা নিউ মার্কেটের ৪ নম্বর গেইটে ইফতারের দোকান বসানো নিয়ে ওয়েলকাম ফুডের কর্মচারী বাপ্পী ও ক্যাপিটাল ফাস্টফুডের কাওসারের মধ্যে মারামারি হয়।
পরে বাপ্পী ঢাকা কলেজে থেকে ছাত্রদের নিয়ে কাওসারদের ওপর হামলা করে। এ সময় ক্যাপিটালের কর্মচারী বাবু ধারালো অস্ত্র দিয়ে ঢাকা কলেজের ছাত্রদের ওপর হামলা চালায়। এটির সূত্র ধরেই পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বড় সংঘর্ষে জড়ায়।
এদিকে, কুরিয়ার কর্মী নাহিদ হত্যা মামলায় রিমান্ডে আসামিদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার দিন ধারালো অস্ত্র হাতে থাকাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
-এটি