আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ দারুল কুরআন মাদরাসার হেফজ বিভাগের ছাত্র হাফেজ সাব্বির হোসেন ( ১৪) ইন্তেকাল করেছেন।
সোমবার (৯ মে) রাত আটটায় কুমিল্লায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সে ইন্তেকাল করেছে।
জানা যায়, হাফেজ সাব্বির হোসেনের বাবা আবুল হোসেন হওলাদার। শরিয়তপুরের জাজিরার নাওডোবা গ্রামে তার বাড়ি।
তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী।
শোকবার্তায় তিনি বলেন, গত রমজান মাসেও সাব্বির মাদরাসায় ছিলো। পড়াশোনার পাশাপাশি অবসর সময়টুকু মাদরাসার কুতুবখানায় সময় দিয়েছে। মাদরাসার পুরাতন কিতাব গুছানোর কাজে সহযোগিতা করেছে। তার হঠাৎ এই চলে যাওয়া সত্যিই বেদনার। মোটেও তার কথা ভুলতে পারছি না। তার ছায়া চোখ থেকে সরছে না। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
তিনি আরও বলেন, কুরআনের এই পাখি আমাদের খুব বিনয়ী ছাত্র। সবুজ পাখি হয়ে আজ সে জান্নাতের মেহমান। পুরো মাদরাসা তার শোকে মুহ্যমান। সাব্বিরের মা বাবাকে সান্তনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই। তার উস্তাদ, সাথী ও পরিচিতজন সকলেই তার জন্য দোয়া করছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন।
-এএ