আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুর কালিয়াকৈর উপজেলার নূর গ্রুপের রায়হান নিট কম্পোজিট কারখানায় আগুন লেগেছিল। সেই আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের দেড় ঘণ্টা প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৮ মে) সকাল ১১টায় আগুন নিয়ন্ত্রণে বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম।
কারখানার শ্রমিকরা বলেন, ৫ তলার পুরোটা জুড়ে বিভিন্ন কার্টুন ও ফেব্রিক্সের গোডাউন। ওখানে কোন ধরনের বিদুৎ সংযোগ নেই। তারপরও কীভাবে আগুন লেগেছে এটা আমরা বলতে পারছি না। ফায়ার সার্ভিস ও আমাদের প্রচেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯ টার দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ও ইপিজেডের ৬টি ইউনিট একযোগে কাজ করে। পরে দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন কারখানার শ্রমিকেরা ডাম্পিংয়ের কাজ করছে। ৫ তলায় মালামালের গোডাউন ছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
-এএ