আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে ডলারের দাম বাড়ছেই। বাংলাদেশ ব্যাংক গত সোমবার মার্কিন ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে।
এদিকে গতকাল মঙ্গলবার খোলাবাজারে প্রতি ডলারের বিনিময়মূল্য ১০০ টাকা ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে সোনার দামও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ এক হাজার ৭৫০ টাকা বাড়িয়েছে বাজুস। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার তৈরি করতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। নতুন এই দর আজ বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির এ তথ্য জানায় বাজুস।
বিশ্ববাজারে সোনার দরপতন হওয়ায় গত ১১ মে দেশেও ভরিতে এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। দাম বাড়ায় আজ থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৭০৮ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৩৬৩ টাকায়।
সোনার দাম বাড়ানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলেছে, যুদ্ধ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মুদ্রাবাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তাতে স্থানীয় বুলিয়ন মার্কেটেও সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-কেএল