বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ।। ১১ বৈশাখ ১৪৩২ ।। ২৬ শাওয়াল ১৪৪৬


যুক্তরাষ্ট্রে এমএমসির সদস্য হলেন মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত মেয়রস মাইগ্র্যান্ট কাউন্সিলের (এমএমসি) সদস্য হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। বিশ্বের বিভিন্ন শহরের সাতজন মেয়র এই কাউন্সিলের সদস্য।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মে) নিউইয়র্কে এমএমসির বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

জলবায়ুর প্রভাবে উদ্বাস্তু ও ক্ষতিগ্রস্তদের কল্যাণে মেয়র মাইগ্রেশন কাউন্সিল ও ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম আয়োজিত দু’টি অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ মে) সকালে এমএমসির বোর্ডসভায় সাত সদস্যের কমিটিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বের সাতটি শহরের মেয়র এই কাউন্সিলের সদস্য।

মেয়র মাইগ্র্যান্ট কাউন্সিলের হেড অব প্র্যাকটিস সামের স্যালিবা বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের পথপ্রদর্শক হয়ে দিকনির্দেশনায় সহায়তা করার জন্য এমএমসির বোর্ড সভায় আমরা আতিকুল ইসলামের নাম ঘোষণা করেছি। এতে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর উন্নতি সাধন হবে। আমরা খুবই উদ্দীপ্ত তাকে স্বাগত জানানোর জন্য। কেননা, আতিকুল ইসলাম ইতোমধ্যে ঢাকা উত্তরে এ বিষয়ে সোচ্চার ভূমিকা রেখেছেন।‘

মেয়র আতিকুল গণমাধ্যমকে বলেন, ‘উন্নত বিশ্বের কারণে বাংলাদেশ আজ ক্ষতির সম্মুখীন। বড় বড় দেশ যেভাবে কার্বন নিঃসরণ করছে, তাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

এ সময় ঢাকাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। যানজট কমাতে শিগগিরই স্কুলবাস চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান ডিএনসিসি মেয়র।

নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ধনকুবের মাইকেল ব্লুমবার্গের নামে প্রতিষ্ঠিত ব্লুমবার্গ ফিলানথ্রিপিস পরিদর্শন করেন আতিকুল ইসলাম। পরে অন্য দেশগুলোর বিভিন্ন শহরের মেয়র, জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল এবং আইএফআরএফের বৈঠকেও যোগ দেন ঢাকা উত্তরের মেয়র।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ