আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট শহর, জৈন্তা, গোয়াইনঘাট ও কানাইঘাটসহ নিম্নাঞ্চলে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে আকর্ষিক বন্যার কারণে খেটে খাওয়া মানুষ ও সাধারণ মানুষ চরম খাদ্য সংকট ও বিশুদ্ধ খাবার পানির সংকটে পড়েছেন।
বন্যা কবলিত মানুষের পাশে জমিয়তের নেতা-কর্মীসহ দল-মত নির্বিশেষে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ বুধবার (১৮ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব শায়খুল হাদিস হাফেজ মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম এই আহ্বান জানান।
নেতৃদ্বয় সিলেট অঞ্চলকে বন্যা কবলিত এলাকা ঘোষণা করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
-এটি