আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৯২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার সকাল সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপি জানিয়েছে, আটকের সময় আসামিদের কাছ থেকে ২ হাজার ৭৬৩ পিস ইয়াবা, ৮০ কেজি ৭৯৮ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা, ২৫৩.৯ গ্রাম ৩৫৩ পুরিয়া হেরোইন ও ৫ বোতল দেশি মদ জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭২ টি মামলা দায়ের করা হয়েছে।
-কেএল