মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


জ্ঞানভাপী মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে জুমার নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারতের ঐতিহ্যবাহী জ্ঞানভাপী মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে জুমার নামাজ আদায় করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে বারাণসীর জ্ঞান ভাপি মসজিদে নামাজের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েনি। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিড়ের কারণে রাস্তার দুই পাশে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। একে একে লোকজনকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়।

এই সময়ে, প্রথমবারের মতো, ৫০-৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল। যানজট কারণে এমনটি হয়েছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তারা। জ্ঞানভাপী মসজিদকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা পালন করা হয়েছে।

ক্যাম্পাসের বাইরে প্রায় ১ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রায় ১৫০০ পুলিশ এবং পিএসি কর্মী এবং কমান্ডো মোতায়েন ছিল। স্থানীয় গোয়েন্দা ইউনিটকে তথ্য সংগ্রহে কোনোভাবেই গাফিলতি না করতে বলা হয়েছে। স্বয়ং সতীশ গণেশকে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নিতে দেখা গেছে। তারা অফিসার ও বাহিনী নিয়ে এলাকায় টহল দেয়।

একইসঙ্গে আঞ্জুমান-ই-ইত্তেহাদ মসজিদ কমিটি মুসল্লিদের বেশি সংখ্যায় মসজিদে না আসার আহ্বান জানিয়েছে। তারা আহ্বান জানিয়ে বলেন, শুক্রবার ঘর থেকে ওজু করে আসতে হবে। তবে আপনার এলাকার মসজিদে নামাজ পড়ার চেষ্টা করুন।

অন্যদিকে, বারাণসী বিশ্ব বৈদিক সনাতন সিংয়ের প্রধান যতিন্দর সিং ভেসিন অভিযোগ করেছেন, জ্ঞান ভাপি কমপ্লেক্সে কাশী বিশ্বস্বর মন্দিরের কাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি চক থানা ও ডিসিপি কাশী জোনের কাছে অভিযোগ করেছেন, আঞ্জুমান-ই-আদামাজ মসজিদ কমিটি এবং তার অনুগামীরা মন্দিরের ক্ষতি করছে বলে অভিযোগ আনা হয়।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ