আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা দেশে তৈরি হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এই সমন্বিত ব্যবস্থায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে তার জন্য সকল মন্ত্রনালয়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে তিনি মনে করেন।
সোমবার বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জে কালিরবাজার রেলস্টেশন এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেল লাইনের সমান্তরাল ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
নৌ প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু হচ্ছে আমাদের মডেল। ওপর দিয়ে আকাশপথে বিমান যাবে, পদ্মা সেতু দিয়ে গাড়ি যাবে, রেল যাবে, নিচ দিয়ে নৌকা যাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের এই ধরনের একটি যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশে তৈরি হচ্ছে। এই সমন্বিত যোগাযোগ ব্যবস্থায় যেন কোনো ধরনের বাধা না হয় তার জন্য সকল মন্ত্রণালয়কে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে একই ছাতার নিচে কাজ করছি। এখানে আলাদা কোনো বিষয় না। সব মন্ত্রণালয় একসাথে কাজ করছে দেশ ও জনগণের স্বার্থে।
-এএ