আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বানভাসি মানুষের জন্য সর্বাত্মক সাহায্যের ঘোষণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আপনাদের ভয় নেই। সব সাহায্য নিয়ে পাশে আছি।
শুক্রবার (১৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে এসে আব্দুল মোমেন জানান, তিনি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন।
মন্ত্রী বলেন, ‘ত্রাণের কোনো অভাব নেই। যথেষ্ট দেয়া হয়েছে। ক্যাশ টাকা দেয়া হয়েছে। প্রায় ৮ হাজার প্যাকেট শুকনা খাবার ইতিমধ্যে দেয়া হয়েছে। এছাড়া চাল ২০০ টন এবং নগদ ২৩ লাখ টাকা দেয়া হয়েছে। প্রয়োজনে আরও পাঠানো হবে।’
তিনি বলেন, ‘তবে জরুরি ভিত্তিতে পানিবন্দিদের উদ্ধার করা দরকার। এ জন্য আর্মি নিয়োগ দেয়া হয়েছে। নৌকা সবার বাড়ি পৌঁছে যাবে।’
যথেষ্ট ত্রাণ থাকলেও রান্না করা খাবার নিয়ে ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সবাইকে সাহস দিয়ে আব্দুল মোমেন বলেন, ‘আপনাদের ভয় নেই। পাশে আছি। সহকর্মী সবাইকে বলছি যুক্ত হয়ে যান।’
-কেএল