মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


রাসূল সা.কে কটূক্তিকারীদের কঠোর শাস্তির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে বিজেপির সদ্যবহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সা.-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে চলমান সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনয়নের দাবি জানিয়েছে তানযিমুন নাসেহীন বাংলাদেশ (কালিয়াকৈর, গাজিপুর৷) সেই সঙ্গে কটূক্তিকারী দুইজনের কঠোর শাস্তির জোর দাবি জানিয়েছে ৷

উক্ত সভায় তানযিমুন নাসেহীনের সম্মানীত সমন্বয়ক ও মারকাযুল উলুমিল ইসলামিয়্যাহের প্রতিষ্ঠাতা পরিচিলক মুফতি খালেদ কাসেমী আজহারীর নেতৃত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতে প্রতিবাদকারী মুসলমানদের বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করছে ভারতীয় উগ্রবাদীগোষ্ঠী। মুসলমান হত্যাসহ দমন নিপীড়ন চালাচ্ছে। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এসব ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন ।

সেই সঙ্গে ভারতের ঘটনায় সংবাদ প্রকাশ করার অপরাধে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে দেশটির সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

বক্তারা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন, যেন সরকার অনতি বিলম্বে রাসূলের অপমান কারীর বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি আইন পাশ করে ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ