আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন তিতাস গ্যাসের পাওয়ার প্ল্যান্টে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে বলে জানান কন্ট্রোল রুমের দায়িত্বরত ডিউটি অফিসার রোজিনা আক্তার।
রোজিনা আক্তার বলেন, ফায়ার সার্ভিস ৭.৩০ মিনিটে খবর পায়। পরে ৭.৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।
তিনি জানান, প্রথমে দুটি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি অবনতি হওয়ায় পরে আরও চারটি ও দুপুর একটার পর আরও দুটি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়।
ফায়ার সার্ভিস জানায়, তিতাস গ্যাসের মেইন গ্রিড লাইন (ডিআরএস) থেকে আগুন লাগে। তবে দুপুর একটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন।
তিনি বলেন, আগুন কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে নয়, গ্যাস লাইনে লেগেছে। আমাদের ইপিজেড, হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল। দুপুর একটার পর আরও দুইটি ইউনিট যোগ দিয়েছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
-এএ