মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের দেহে ডেঙ্গু ধরা পড়েছে। এনিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জনের সবাই ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া মোট ১০৪ জনের মধ্যে ১০১ জন ঢাকায় এবং বাকিরা ঢাকার বাইরে চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৫৮৬ জন। তবে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২১ এ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। মৃত্যু হয় ১০৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ