রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


পানিবন্দি মানুষের কষ্টের মধ্যেও সরকারের উৎসব থামছে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যাকবলিত পানিবন্দি মানুষের কষ্টের মধ্যেও সরকারের উৎসব থামছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৮ জুন) সকালে রাজধানীর ভাটার থানা ওয়ার্ড বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, পদ্মাসেতুর উদ্বোধন বিনষ্টের অভিযোগ সরকারের অপপ্রচার। ষড়যন্ত্র হয়ে থাকলে তা প্রকাশ করার দাবি জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের অপরিকল্পিত ব্রিজ ও বাঁধের কারণে বন্যা বেড়েছে। দুর্নীতির মহোৎসব হিসেবে যেখানে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আরও বলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাজাপ্রাপ্ত আসামি হাজী সেলিমকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হলেও খালেদা জিয়াকে তা দেয়া হচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ