রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ আলেম মাওলানা হাবিবুর রহমানের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা, বর্ষীয়ান আলেমেদ্বীন ও রাজনীতিবিদ, মালিহাতা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান সাহেবের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শীর্ষ নেতৃদ্বয় বলেন, আল্লামা মুফতী আমিনী রহ.-এর সহযোদ্ধা মাওলানা হাবিবুর রহমান রহ. একজন হক্কানী আলেম এবং প্রচার বিমুখ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আমৃত্যু তিনি ইলমে নববীর খেদমতে নিয়োজিত ছিলেন। ঈমানী সকল আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মাওলানা সাহেব রহ. আরো বহু গুণে গুণান্বিত ছিলেন।

শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, তিনি আমাদের একজন অভিভাবক ছিলেন। আমরা তাঁর যুক্তিনির্ভর, গাম্ভীর্যপুর্ন উচ্চারণে প্রতিবার অনুপ্রানিত হয়েছি, তাঁর আন্তরিকতাপূর্ণ দু'আ লাভ করেছি। তাঁর হাস্যোজ্জল মুখ ভুলতে পারবো না । তাঁর পরম স্নেহ, মমতায় সিক্ত হয়েছি জীবনের বাকে বাকে।

তারা আরও বলেন, মাওলানা হাবিবুর রহমান রহ. শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, পুরো দেশের এক পথনির্দেশক প্রাজ্ঞ আলেম ছিলেন। এ মুহূর্তে তাঁর জায়গাটিতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করার মতো মানুষ তৈরি হতে সময় লাগবে অনেক।

আমরা তার ইন্তেকালে দেশ একজন প্রতিথযশা মুরুব্বী হারাল। হযরতের ইন্তিকাল নিশ্চয় আলেম সমাজ ও দেশের জন্য অনেক বড় ক্ষতি।

আল্লাহভীরু, মুখলিস, বিচক্ষণ এই আলেম মনিষীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, ছাত্র এবং সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

পরিশেষে এই দরদী আলেম ও মুরুব্বীর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে কায়মনোবাক্যে মুনাজাত করছি, হে আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস, আলেম বান্দাহকে আপনার রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ