মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


উত্তর প্রদেশে বুলডোজারে চড়ে বিয়ে করতে গেল পাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বুলডোজারে চড়ে বিয়ে করতে গেছেন একজন পাত্র। বুলডোজার নিয়ে বর হাজির হতেই লোক সমাগম বেড়ে যায়। উপস্থিত লোকজন সাজানো বুলডোজারের সঙ্গে 'সেলফি' তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন।

উত্তর প্রদেশের বাহরাইচের শ্রাবস্তি রোডের বাসিন্দারা এ ঘটনার সাক্ষী থাকলেন।

কনে রুবিনা শংকরপুরের বাসিন্দা। তার পরিবারও বুলডোজার দেখে তাজ্জব বনে গেছেন!
বুলডোজার-সহ ওই শোভাযাত্রা দেখে বেশ আনন্দে মেতেছেন স্থানীয়রাও। অনেকেই মজা করে বলছেন, বুলডোজার বাবা কী জয়!

প্রসঙ্গত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকে উদ্দেশ্য করে অনেকেই বুলডোজার বাবা বলে থাকেন। বাহরাইচের বিজেপি বিধায়ক অনুপমা জয়সওয়াল জানান, বুলডোজার সুষ্ঠ প্রশাসনের প্রতীক হয়ে উঠেছে এ রাজ্যে।

তবে বিজেপি বিধায়কের মন্তব্যের সমালোচনাও হচ্ছে। সমালোচকদের বক্তব্য, ওই বিয়েতে নিছক কৌতুকের বশে বুলডোজার ব্যবহার করা হলেও আসলে বুলডোজার হলো ধ্বংসের প্রতীক।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট যোগি আদিত্যনাথের প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে, বেআইনিভাবে বুলডোজার নীতি প্রয়োগ করা যাবে না।

সূত্র: ইন্ডিয়া টাইমস

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ