শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬


আল্লামা আব্দুল হালীম বুখারী রহ. এর ইন্তেকালে মুফতি আরশাদ রাহমানী’র শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব, আল হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সদস্য আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক, তানযিমুল মাদারিসিদ দ্বীনিয়ার সভাপতি, আল হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সদস্য মুফতি আরশাদ রাহমানী।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম ও উত্তরবঙ্গসহ দেশের কওমি মাদরাসগুলোকে সুসংগঠিত করার জন্য তিনি আমৃত্যু চেষ্টা চালিয়ে গেছেন। তাছাড়া দেশের কওমি মাদরাসার শিক্ষাসনদের বিষয়েও তার অবদান অনস্বীকার্য। তিনি ছিলেন আমার সহযোদ্ধা ও শ্রদ্ধেয় মুরব্বি। তাকে হারানোর ব্যথা ভাষায় প্রকাশ করা যাবে না।

মুফতি আরশাদ রাহমানী বলেন, মুফতি আব্দুল হালিম বুখারী রাহিমাহুল্লাহ ছিলেন আমার বাবার স্নেহধন্য শীষ্য। ফকিহুল মিল্লাত রহ. তাকে নিয়ে গর্ব করতেন। প্রিয় উস্তাদের যোগ্য উত্তরসূরী হিসেবে ২০১৫ সালে ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান রাহিমাহুল্লাহর মৃত্যুবরণের পর তিনি ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র সভাপতি নিযুক্ত হোন। আজ এ সংগঠন একজন প্রাজ্ঞ রাহবার হারালো।

উক্ত শোক বার্তায় তিনি আরো বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে মুফতি আব্দুল হালিম বুখারীর মতো একজন প্রজ্ঞাবান রাহবার বড়ই প্রয়োজন ছিল। তার অভাব পূরণ হওয়ার মতো নয়। তার তাকওয়া, দুনিয়াবিমুখতা,ইখলাস উপমাতুল্য। তিনি ছিলেন যোগ্য শাইখুল হাদিস, মুজতাহিদানা মুদাররিস, তাসাউফের কান্ডারি। আমি তার রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ