শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আল্লামা বোখারীর ইন্তেকালে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম পূর্ব জেলার শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদের সাধারণ সম্পাদক আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মুহাম্মাদ মারফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম।

শোকবার্তায় যৌথ বিবৃতিতে তারা বলেন, বোখারী সাহেব হাজারো ছাত্র-শিক্ষকের শিক্ষক ছিলেন। হযরতের ইন্তেকালে আমরা শোকাহত। জীবনের ৫০ বছর তিনি হাদীসের খিদমত করেন। তিনি তাহাভি, তিরমিজি ও বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।

তারা আরও বলেন, জাতি একজন মুরব্বি, আপোষহীন সিপাহসালার ও হাদীস বিশেষজ্ঞ হারালো। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও ছাত্র-শীষ্য'র প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

এর আগে রোববার বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। পরে মরহুম কে জামিয়া পটিয়াতে নিয়ে আসেন। আর রাত ১০টায় মরহুমের জানাযার নামাজ এর সময় নির্ধারিত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ