শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আল্লামা বোখারী রহ.’এর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে : জাতীয় মসজিদের খতিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটিয়া মাদরাসার মুহতামিম ও সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব ও কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব।

শোকবার্তায় মুফতি রুহুল আমিন বলেন, আল্লামা আব্দুল হালিম বোখারী একজন প্রথিতযশা আলেম ছিলেন, ইলমে হাদিস, ইলমে তাফসিরসহ ইসলামের সকল বিষয়ে তাঁ অগাধ পান্ডিত্য ছিল। কঠিন কঠিন বিষয়গুলো তিনি সহজ ভাবে তিনি  সমাধান করতেন।

কওমি মাদরাসা সনদের সরকারি স্বীকৃতি সহ বিভিন্ন ইস্যুতে তার  অবদানের কারনে জাতি তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

বিবৃতিতে তিনি মরহুমের মাগফেরাত কামনা করে বলেন, আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম নসীব করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আল্লামা আব্দুল হালিম বোখারীর ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন ছদর সাহেব রহ. এর পৌত্র মুফতি উসামা আমিন, কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা শামছুল হক, খাদেমুল ইসলাম বাংলাদেশের বিভাগীয় জিম্মাদার ও গওহরডাঙ্গা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমাদ, খাদেমুল ইসলাম বাংলাদেশের সেক্রেটারির জেনারেল মাওলানা ঝিনাত আলী, কওমি মঞ্চের চেয়ারম্যান মুফতি মোহাম্মদ তাসনীম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ