শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


আল্লামা বোখারী রহ. কে একনজর দেখতে মুসল্লিদের ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক হাকিমুল ইসলাম আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী রহ. এর জানাজায় অংশ নিতে ইতোমধ্যে দেশের প্রত্যন্তঞ্চল থেকে হাজার হাজার মুসল্লিগণ উপস্থিত হয়েছে। সরেজমিনে দেখা গেছে, জামিয়া অতিথিকক্ষে দেশের স্বনামধন্য ইসলামিক ব্যক্তিত্ব ও আলেম ওলামাদের ভিড় রয়েছে।

তাছাড়া চট্টগ্রামের প্রায় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও নিকটবর্তী এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি নজরে এসেছে। স্থানীয় প্রসাশন মোতায়েন করা হয়েছে মুসল্লিদের নিরাপত্তার জন্য। পটিয়া সদর এলাকার বিভিন্ন পয়েন্টে আনসার ও পুলিশ ফোর্স নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

এদিকে রাত ১০টায় জানাজার প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম দেখা গেছে। জামিয়ার কেন্দ্রীয় মসজিদের সামনে অবস্থিত মাকবারায়ে আজিজে সাবেক পরিচালক আল্লামা নুরুল ইসলাম কদীম রহ. এর পাশে আল্লামা বোখারী রহ. কে দাফন করা হবে বলে জানিয়েছেন জামিয়ার নায়েবে মুহতামিম ওবায়দুল্লাহ হামযাহ।

এদিকে বর্তমানে জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মুঈনে মুহতামিম হিসেবে মাওলানা আবু তাহের নদভী।

১৯৪৫ সালের জানুয়ারি মাসে জন্ম নেয়া এ ক্ষণজন্মা প্রথিতযশা দেশের শীর্ষ আলেম গত রোববার হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর বেসরকারী হসপিটাল সিএসসিআর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।মৃত্যুকালে তিনি নিজ স্ত্রী, ৪ ছেলে সন্তান ও ৩ কন্যা সন্তার রেখে গেছেন। তাছাড়া অশংখ্য মুরীদ, শাগরিদ, গুণগ্রাহী রেখে যান।

আজ রাত ১০ টায় আল্লামা বোখারীর নামাজে জানাজা জামেয়া পটিয়ার কেন্দ্রীয় মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ