শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ২ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


কে হবেন জামিয়া পটিয়ার মুহতামিম?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া। গত ১০ বছর ধরে এ মাদরাসা পরিচালকের দায়িত্ব পালন করেছেন আল্লামা আব্দুল হালিম বোখারী। আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম নগরীর বেসরকারী হসপিটাল সিএসসিআর চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

পরবর্তী জামিয়া প্রধান কে হবে এমন প্রশ্নের জবাবে মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ বলেন, আল্লামা বোখারীর ইন্তেকালে সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানসহ জামিয়ার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণ গভীরভাবে শোকাহত। আপাদত পরবর্তী জামিয়া প্রধান নিয়ে কিছু বলা যাবেনা। শুরা পরিষদের সিদ্ধান্তক্রমে পরবর্তী এ বিষয়ে জানানো হবে।

বর্তমানে জামিয়ার নায়েবে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ ও মুঈনে মুহতামিম হিসেবে মাওলানা আবু তাহের নদভী।

১৯৪৫ সালের জানুয়ারি মাসে জন্ম নেয়া এ ক্ষণজন্মা প্রথিতযশা দেশের শীর্ষ আলেম গত রোববার হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

আজ সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি নিজ স্ত্রী, ৪ ছেলে সন্তান ও ৩ কন্যা সন্তার রেখে গেছেন। তাছাড়া অশংখ্য মুরীদ, শাগরিদ, গুণগ্রাহী রেখে যান।

আজ রাত ১০ টায় আল্লামা বোখারীর নামাজে জানাজা জামেয়া পটিয়ার কেন্দ্রীয় মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ