ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাকিমুল ইসলাম আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়া আরবিয়া ইসলামিয়া জিরির পরিচালক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব।
আল্লামা বোখারীর ইন্তেকালে জাতি একজন যোগ্য আলিম ও রাহবার হারিয়েছে। আমি একজন প্রিয় অভিবাবক হারিয়েছি। আমার বাবার ইন্তেকালের পর আমাকে সন্তানের মতো স্নেহ ও শাসন দিয়ে কাজ আঞ্জাম দিতে প্রাণপণ সহযোগিতা করেছেন আল্লামা বোখারী। এমনটাই স্মৃতিচারণে আবেগআপ্লুত হয়ে পড়েছেন মাওলানা খোবাইব।
তিনি বলেন, আল্লামা বোখারী শুধু দ্বীনি জ্ঞান নয়, তিনি সব বিষয়ে পারদর্শী একজন জামানার শ্রেষ্ঠ আলোকিত মানুষ গড়ার কারিগর। তিনি অত্যন্ত বিচক্ষণ ও বিজ্ঞ প্রাজ্ঞ একজন লেখক ও গবেষকও বটে।
আমি তাঁর রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। আজ রাত ১০ টায় আল্লামা বোখারীর নামাজে জানাজা জামেয়া পটিয়ায় অনুষ্ঠিত হবে।
এর আগে রোববার বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
-কেএল