ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক, আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ১০টায় জামিয়া পটিয়া প্রাঙ্গনে তার জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে জামিয়া পটিয়া কর্তৃপক্ষ জানায়, যারা মুফতি সাহেব রহ. এর জানাযায় শরীক হবেন তাদের প্রতি আবেদন থাকবে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার:-
১৷ যারা গাড়ী নিয়ে আসবেন তাদের জন্য প্রসাশনের অনুমতিক্রমে গাড়ী পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে ডাকবাংলা রোডের পশ্চিম পাশে অবস্থিত কলেজ মাঠে৷ ড্রাইবার সাহেবান সেখানে গাড়ি পার্কিং করবেন৷ মাদরাসা পর্যন্ত গাড়ী নিয়ে আসবেন না৷ একান্ত কোন প্রয়োজনে নিয়ে আসলে,পুনরায় কলেজ মাঠে নিয়ে যাবেন৷
২৷ মাদরাসার পক্ষ থেকে নির্ধারিত সাথীরা রাহনুমায়ী করবেন৷ সাথে থাকবেন প্রসাশনের লোকজন৷ যে কোন দিকনির্দেশনার জন্য আমাদের সাথীরা আপনাদের খেদমতে প্রস্তুত থাকবেন,ইনশা আল্লাহ।
৩৷ আজকের জন্য এশার নামায জামিয়া পটিয়াতে রাত ৯:৩০ মিনিটে হবে৷ নামাযের পর পরই জানাযার এন্তেজাম হবে৷ ১০টায় নামায অনুষ্ঠিত হবে৷
৪৷ যারা দূর থেকে আসবেন রাতে যাওয়া সম্ভব নয় তাদের জন্য জামিয়া কর্তৃপক্ষ রাতের খাবারের ও থাকার ইন্তিজাম করেছেন৷ মেহমান খানায় দস্তরখানে শরীক হতে পারবেন৷
৫৷ জানাযা জামিয়ার সামনের মাঠে অনুষ্ঠিত হবে, আগত মেহমানগণ মাঠ বরাবর দারুল ইকামার ৫ তলা বিশিষ্ট ভবনগুলোতেও দাঁড়াতে পারবেন৷
৬৷ হযরতুল উস্তাদ রাহ.কে দেখার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে৷ যারাই আসবেন হুজুম না করার অনুরোধ৷ অন্যের খেয়াল রেখে হুজুরকে দেখার চেষ্ট করব সবাই৷
৭৷ জামিয়ার সবগুলো গেইট খোলা থাকবে৷ যে কোন গেইট দিয়ে প্রবেশ করা যাবে৷ বিশেষ করে কোন মুরব্বি বা মাজুর ব্যক্তির জন্য গাড়ী মাদরাসা পর্যন্ত নিয়ে আসতে হলে মাদরাসার দক্ষিণ গেইট ব্যবহার করার অনুরোধ থাকবে৷ পরে গাড়ি নির্ধারিত পার্কিং এর স্থানে রাখার আবেদন থাকবে৷
৮৷ যে কোন ধরণের যাতায়াত সমস্যা বা কোন রাহনুমায়ীর প্রয়োজন হলে নিম্নোক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করুন- 01753399030 (যুবাইর) 01754488487 (রাশেদ)
-কেএল