আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ২৪ জুন থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার (২০ জুন) রাজধানীর গাবতলীতে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রায়হান জানান, ওই দিন সকাল থেকে গাবতলী, কল্যাণপুর ও শ্যামলীতে আগাম টিকিট বিক্রি শুরু হবে। ঈদের আগের যেকোনো দিনের টিকিট কেনা যাবে।
এদিকে ট্রেনের টিকিট বিক্রির তারিখও ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ১ জুলাই থেকে বিক্রি টেনের আগাম টিকিট। চলবে ৫ জুলাই পর্যন্ত। অর্ধেক সরাসরি এবং অর্ধেক টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ বা ১০ জুলাই দেশে পালিত হবে পবিত্র ঈদুর আজহা। প্রতিবারের মতো এবারও এই ঈদ উপলক্ষে লাখ লাখ মানুষ রাজধানী ছেড়ে দেশের নানা গন্তব্যে যাবেন।
এনটি