আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪১ জন আক্রান্ত হয়েছে। তবে এ সময় করোনায় কেউ মারা যায়নি।
সোমবার (২৭ জুন) সকালে জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৪ শতাংশ।
সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, আমাদের ধারণা এখন মূলত ওমিক্রন ধরণ ছড়াচ্ছে। এটি দ্রুত ছড়ায় তবে অতটা ভয়ংকর নয়। বছরের এ সময়টায় করোনার প্রকোপ বৃদ্ধি পায়।
-এএ