আওয়ার ইসলাম ডেস্ক: খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটের বানভাসি মানুষের নিকট আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার,নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৫টি পয়েন্টে প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে এই ত্রাণ তৎপরতা চলে।
আজ সোমবার (২৭ জুন) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার গহরা নোয়াপাড়া সহ বিভিন্ন পয়েন্টে পানিবন্দি ক্ষতিগ্রস্থ মানুষের খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম চলে।
যারা এই মহত কাজে সাড়া দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী।
পুরো সময় সঙ্গ দিয়েছেন খিদমাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমন্বয়কারী মুফতি ইব্রাহীম হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহ্হাব হবিগঞ্জী, মাওলানা ফয়সাল মাহমুদ সহ সিলেটের কয়েক জন তরুণ ও কর্মঠ আলেম।
-এটি