আওয়ার ইসলাম ডেস্ক: ডা. জাহাঙ্গীর কবিরকে আল কুরআনের কাব্যানুবাদ উপহার দিয়েছেন কবি মুহিব খান।
গতকাল মঙ্গলবার তিনি ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে গিয়ে আল কুরআনের কাব্যানুবাদ উপহার দেন।
ডা. জাহাঙ্গীর কবির নিজ ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন। তিনি পোস্টে লিখেন, জাগ্রত কবি হিসাবে সবার কাছে পরিচিত, জনাব মুহিব খান আজ (মঙ্গলবার) আমার চেম্বারে পরামর্শ নিতে এসে আমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপহারটি দিয়ে গেলেন। পবিত্র আল কুরআন তাও আবার উনার করা কাব্যানুবাদ, আমি বিস্ময়ে হতবাক জানি না কত শত ঘন্টা উনি এটার জন্য পরিশ্রম করেছেন, আল্লাহ নিশ্চয় উনাকে সেই শক্তি জুগিয়েছেন। আমার জানামতে পৃথিবীতে এ ধরনের কাজ এটাই প্রথম বিশেষ করে পূ্র্ণাংগ পরিশুদ্ধ কাব্যিক অনুবাদ। মহান আল্লাহ উনাকে সুস্থ রাখুন, আমীন।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৯ মার্চ কোনো প্রকার পরিকল্পনা ছাড়াই এই কাব্যানুবাদের শুরু করেন কবি মুহিব খান। এরপর বিক্ষিপ্তভাবে ১০০ দিনের মতো কাজ করে প্রথম ১০ পারা সমাপ্ত করেন। ২০০৬ সালের জুলাই মাসে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। ২০০৬ সাল থেকে ২০২০ পর্যন্ত নানা ব্যস্ততার কারণে আর মাত্র পৌনে তিন পারার কাজ শেষ করা সম্ভব হয়।
করোনা মহামারির কারণে যখন অখণ্ড অবসর মেলে, তখন মাত্র পাঁচ মাস ১২ দিনে অবশিষ্ট ১৭ পারার কাব্যানুবাদেরও কাজ শেষ হয়।
-এএ