আওয়ার ইসলাম ডেস্ক: অনিয়ম-দুর্নীতির দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা মো. সেলিম খানসহ ৩২ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। উপ-কর কর্মকর্তা মো. সেলিম খান ডিএসসিসি সাবেক মেয়র সাঈদ খোকনের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়জিত ছিলেন।
মঙ্গলবার (২৮ জুন) দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশে উপ-কর কর্মকর্তা মো. সেলিম খানকে চাকরিচ্যুত করার বিষয়টি জানানো হয়।
এছাড়া করপোরেশনের সচিব স্বাক্ষরিত পৃথক আরও দুটি দফতর আদেশে রাজস্ব বিভাগের ১৭ জন দক্ষ শ্রমিক ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককে কর্মচ্যুত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. সেলিম খান দক্ষিণ সিটির অঞ্চল-৫ এর উপ-কর কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির দায়ে পরবর্তীতে তাকে সচিব দফতরে ব্যক্তিগত সহকারী হিসেবে সংযুক্ত করা হয়।
চাকরিচ্যুত রাজস্ব বিভাগের দক্ষ শ্রমিকদের মধ্যে রয়েছেন- মো. রাশেদুল ইসলাম, মো. খাদেমুর মুরছালিন তানজিল আরফা, ববিতা রানী শীল, মো. মিনহাজ উদ্দিন, মো. শরিফুল ইসলাম, মো. শহীদুল ইমসলাম, মো. সাদেকুর রহমান, লতিফা আক্তার, আইরিন, মো. হোসেন রাতুল, নিগার সুলতানা লিজা, সারোয়ার হোসাইন, মো. সাইফুল ইসলাম, সালমা আক্তার শিমু, বর্ণা আক্তার, নাসরিন আক্তার ও মরিয়ম খাতুন।
এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১৪ জন অদক্ষ শ্রমিককের মধ্যে রয়েছেন- শুক্কুর মিয়া, বোপাদা মনিম্মা, জহুর আলী, মালা রাণী দে, উডুকুল সলোমী, সবীব, তানিয়া আক্তার, নাজমা বেগম, মাসুদ, হাসিনা বেগম মুন্নি, শহীদ মিয়া, জুলেখা, জসীম সর্দার ও আলেয়া মিয়া।
‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বার্থ রক্ষার্থে এই আদেশ জারি’ করা হয়েছে বলেও দফতর আদেশে উল্লেখ রয়েছে।
এনটি