শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
মুসলিম সমাজের দুর্ভাগ্য অনুসারীদের নিয়ে হেফাজতের মহাসমাবেশে থাকবেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু আগামী সাত মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রেস সচিব হেফাজতের মহাসমাবেশে ছারছীনার পীরের সমর্থন মক্কায় বজ্রপাত ও শিলাবৃষ্টির সতর্কতা, হজযাত্রীদের নিয়ে শঙ্কা হার্ভার্ডের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থী নিরাপত্তাহীনতায় ভুগছেন  যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ গাজায় কমপক্ষে ৩১ ফিলিস্তিনি শহীদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘পরিস্থিতি বিপর্যয়কর’

নাট-বল্টু খুলে টিকটক: আরেক যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক ভিডিও বানানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহাদি হাসান (২৭) নামে আরও একজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামান এ তথ্য জানান।

গ্রেফতার মাহাদীর বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নের রব নগরকান্দী গ্রামে। মঙ্গলবার ভোরে লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেফতার করে সিটিটিসি।

আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পদ্মা সেতু একটি সাফল্যের প্রতীক। দেশের এই সফলতাকে হেয় প্রতিপন্ন ও প্রশ্ন বিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে এ কাজ করেছে।

তিনি বলেন, তিন মিনিটের ওই স্বল্প সময়ের ভিডিওতে নাট হাতে করে কথা বলা মাহাদী হাসানকে গ্রেফতার করা হয়েছে। তবে তার কাছ থেকে নাট খোলার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার করা যায়নি।

গ্রেফতার মাহাদীর বিরুদ্ধে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন। পরদিন ২৬ জুন ভোর থেকে এই সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

পদ্মা সেতু উদ্বোধনের পর ফেসবুকে ‘পদ্মা সেতুর নাট খুইল্লা গেছে’ মন্তব্য করে ফেসবুকে ভিডিও পোস্ট করেন মাহাদী। পরবর্তীতে তা ভাইরাল হয়ে গেলে মাহাদী বাড়িতে না এসে পলাতক থাকেন। নাট খুলে টিকটক করার ঘটনায় ২৭ জুন বায়েজিদ তালহা নামে প্রথমে একজনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বর্তমানে তিনি সিআইডি হেফাজতে সাতদিনের রিমান্ডে আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ