শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


‘ঈদের আগে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের আগে আর পদ্মা সেতু দিয়ে আর মোটরসাইকেল চলার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ রোববার মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পদ্মা সেতু উদ্বোধনের পর যানবাহন চলাচল শুরুর প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি, সেতুতে মোটরসাইকেল থামিয়ে ছবি তোলাসহ বিভিন্ন ঘটনায় বিভ্রাট সৃষ্টি হয়। এসবের কারণে ২৭ জুন থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিলেন মোটরসাইকেল ব্যবহারকারীরা। ধারণা করা হচ্ছিল, ঈদুল আজহার আগে সেতু বিভাগ এই নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে এমন সম্ভাবনার কথা নাকচ করে দিলেন মন্ত্রিপরিষদ সচিব।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলে অনুমতি দেওয়ার বিষয়ে সেতু কর্তৃপক্ষ কাজ করছে। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ (এআই) ক্যামেরা ও স্পিডগান বসানো হচ্ছে। তিনি বলেন, ‘এগুলো বসানো হলে ওনারা সুবিধাজনক সময়ে সিদ্ধান্ত নেবেন, কী করা যায়।’

তিনি বলেন, ‘ঈদের আগে (বাইক চলাচলের সিদ্ধান্ত) হওয়া খুব ডিফিকাল্ট বলে আমার মনে হচ্ছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ