শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত আরও ৪২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাই মাসের প্রথম তিন দিনে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। আক্রান্তদের ৩২ জন ঢাকার এবং বাকি ১০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (৩ জুলাই) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৩৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এরমধ্যে শুধু ঢাকাতেই ১১৮ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। এই বছরের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ১ হাজার ২০২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৮ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন একজন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ