মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ১৬১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন।

শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) তিনজনের মৃত্যু এবং ১ হাজার ৭৯০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৫৮০টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জনের। মৃত্যু হয়েছে সাত জনের। সুস্থ হয়েছেন ৮৯০ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু সাত জনের মধ্যে ঢাকায় পাঁচজন এবং রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন। মৃতদের চারজন পুরুষ, তিনজন নারী।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ