বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষষ্ঠ দিনের মতো সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে ইসি। দল‌টির আমীর মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফে‌জীর নেতৃত্বে ১২ সদস্য ইসির সংলাপে অংশ নিয়েছেন।

প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) কাজী হা‌বিবুল আউয়াল এতে সভাপ‌তিত্ব করছেন‌। এছাড়া ইসি স‌চিব হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত স‌চিব অশোক কুমার দেবনাথসহ অন্য চার ক‌মিশনারও সংলাপে উপস্থিত রয়েছেন।

সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ আগামী নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গত ১৭ জুলাই থেকে রাজনৈতিক দলগু‌লোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত ৩৯টি দলকে আমন্ত্রণ জানানো হলেও নির্বাচন ব্যবস্থায় অনাস্থাসহ নানা কারণে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ইসির ডাকে সাড়া দিচ্ছে না। এর মধ্যে দেশের অন্যতম বড় দল বিএন‌পিও সংলাপ বর্জন করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ