শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬ ।। ১ মাঘ ১৪৩২ ।। ২৭ রজব ১৪৪৭


বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহায়ক : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সালিশি আইন ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে। বিরোধ নিষ্পত্তির পদ্ধতি হিসেবে সালিশি কার্যক্রম বাংলাদেশে দীর্ঘকাল ধরে চলে আসলেও সালিশি আইন ২০০১ বাংলাদেশকে আধুনিক সালিশি কার্যক্রমের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

শনিবার (২৩ জুলাই) রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সালিশি আইন ২০০১ অবিলম্বে সংস্কার প্রয়োজন’ শীর্ষক এক সেমিনার এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

বিনিয়োগ বিকাশে সালিশি আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে

সেমিনারে আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি প্রবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুত, সহজ ও সাশ্রয়ী ভাবে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি করা। এ পদ্ধতির যথাযথ প্রয়োগ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বিচারপতি আবদুস সালাম মামুন, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, বিয়াক চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিয়াক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার এ চৌধুরী, ব্যারিস্টার রেশাদ ইমাম, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)-এর চেয়ারম্যান সাইফুল ইসলাম সেলিম, আর এফ হোসেন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ