বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


‘খতমে নবুওয়ত’ কর্মশালা বাস্তবায়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে ‘খতমে নবুওয়ত’ কর্মশালা বাস্তবায়নের জন্য জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১ আগস্ট সোমবার বাদ জোহর এ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- বিশিষ্ট দাঈ আলেম মুফতী আব্দুল মাজীদ কাসেমী ও মাওলানা হুসাইন আহমাদ।

কেন্দ্রীয় কার্যালয়ে কর্মশালা বাস্তবায়ন কমিটির মিটিং এ উপস্থিত ছিলেন- মাখজানুল উলূম মাদ্রাসার মোহতামিম শায়খুল হাদিস মাওলানা জহুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক মুফতী সুলতান আহমাদ জাফরী, কেন্দ্রীয় নেতা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা সাব্বির আহমাদ কাসেমী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওঃ রাশেদ বিন নূর, কেন্দ্রীয় নেতা মাওলানা গোলাম মাওলা, মাওলানা মুমিনুল ইসলাম।

উক্ত কর্মশালায় আইম্মায়ে মাসাজিদগনকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ