মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


উত্তরায় নিহতদের বিষয়ে সরেজমিন খোঁজ নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান আজ দুপুর ১২.০০ টায় ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে রাজধানীর উত্তরায় ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় নিহত ৫ ব্যক্তির পরিবারের সদস্যদের সহিত সাক্ষাৎ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন।

এ সময় প্রতিমন্ত্রী নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সহিত আলোচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় নিহত ব্যক্তিদের পোস্টমর্টেম সহ আনুসাঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফনের জন্যে নিজ নিজ বাড়িতে পৌছানোর ব্যবস্থা গ্রহণ করেন।

ধর্ম প্রতিমন্ত্রী এ সময় নিহত ব্যক্তিদের লাশ পরিবহন ও অন্যান্য ব্যয় মিটানোর জন্যে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদেরকে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালের অধ্যক্ষ ডা. এবিএম মাকসুদুল আলম পরিচালক প্রফেসর ডাঃ মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রীএ বিষয়ে দ্রুততার সাথে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করায় সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, নিহত ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি জামালপুর জেলায় এবং অন্য একজনের বাড়ি মেহেরপুর জেলায়।

এর আগে গতকাল ১৫ আগস্ট,২০২২ সোমবার রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় প্রাইভেটকারের যাত্রীদের হতাহতের ঘটনায় এবং রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।

ধর্ম প্রতিমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ